পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় - Nid Card Online Copy Download
'অনেকেই জিজ্ঞাসা করেন পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় কি? সত্যি এটাই যে, অনলাইন থেকে পুরাতন ভোটার আইডি কার্ড ফ্রিতে ডাউনলোড করার তেমন কোন সুযোগ নেই। তবে অনলাইন থেকে মাত্র ২১ টা ফি দিয়ে পুরাতন ভোটারদের Nid Card Online Copy Download করা যায় খুব সহজেই। নতুন ভোটার হওয়ার পর অনলাইন থেকে নতুন ভোটারদের ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সুযোগ থাকলেও পুরাতন ভোটারদের ফ্রিতে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার কোন সুযোগ নেই। তার জন্য সর্বনিম্ন ২৩০ টাকা সরকারি ফি জমা দিয়ে Nid Reissue এর আবেদন করার প্রয়োজন পড়ে।
তবে নতুন বা পুরাতন সকল ভোটারই তাদের ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন মাত্র ২১ টাকা সরকারি ফি জমা দিয়ে। হ্যা, এমনই একটা উপায় সম্পর্কে বিস্তারিত উল্লেখ করবো, যেখানে মাত্র ২১ টাকা রকেট/বিকাশ/নগদ থেকে পরিশোধ করে যে কেউ তার Nid Card Online Copy Download করতে পারবে।
Nid Card Online Copy Download করার উপায়:-
অনলাইন থেকে পুরাতন ভোটারদের জাতীয় পরিচয়পত্র অনলাইন কপি ডাউনলোড করতে হলে প্রথমে https://prottoyon.gov.bd ঠিকানায় ভিজিট করতে হবে এবং একটি একাউন্ট খুলতে হবে।
একাউন্ট খুলতে ফ্রি একাউন্ট খুলুন অপশনে ক্লিক করুন তারপর নাগরিক অপশনে ক্লিক করুন। তাহলে সরাসরি নাগরিক একাউন্ট তৈরীর পেজে নিয়ে যাবে।
এই ফরমটি পূরণ করার জন্য ১০ অথবা ১৭ সংখ্যার এনআইডি নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর লাগবে। ফরমটি সঠিকভাবে পূরণ করে নিবন্ধন করুন বাটনে ক্লিক করতে হবে।
নিবন্ধন করুন বাটনে ক্লিক করার পর পেজটি লোড হয়ে উপরের ছবির মত একটি পেজ আসবে এবং মোবাইলে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি প্রবেশ করিয়ে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। তাহলেই রেজিস্ট্রশন হয়ে যাবে এবং মোবাইলে পাসওয়ার্ড আসবে।
এখান থেকে পরিশোধ করুন বাটনে ক্লিক করতে হবে। পেজটি লোড হয়ে ফি পরিশোধের অপশনে চলে আসবে। এখানে ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
এখানে আপনার পেমেন্ট সম্পর্কিত তথ্য দেখাবে, আবেদনের আইডি নম্বর দেখাবে এবং আপনার ভোটার আইডি কার্ড অনলাইন কপি রঙ্গিন পিডিএফ ফরমেটে ডাউনলোড করার জন্য একটি লিংক (রেড মার্ক করা অংশ) দেবে। আপনি মাত্র একটি ক্লিক করেই আপনার Nid Card Online Copy Download করতে পারবেন।
ভোটার আইডি কার্ড অনলাইন কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দেবেন এবং এই Online Copy দিয়ে আপনার প্রয়োজনীয় সব ধরণের কাজ করতে পারবেন। শুধু একবারই ডাউনলোড হবে, বার বার ডাউনলোড করা যাবে না। পুনরায় ডাউনলোড করতে হলে আবার ফি পরিশোধ করতে হবে। ভোটার আইডি কার্ড অনলাইন কপিটি বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভার থেকে লোড হয় বিধায় এটির তথ্য সম্পূর্ণ সঠিক।
অনলাইন থেকে এই একটি মাত্র উপায়েই পুরাতন ভোটাররা তাদের ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে পারে। জরুরী মূহূর্তে এভাবে আপনার ভোটার আইডি কার্ডের Online Copy Download করে ব্যবহার করা পারেন।
Nid Card Online Copy Download করতে যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্টস করে জানাবেন আশা করি সমাধান দেয়ার চেষ্টা করবো। লেখাটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো। ধন্যবাদ...।