ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম - সহজে ভোটার আইডি কার্ড সংশোধন
অধিকাংশ মানুষই তাদের ভোটার আইডি কার্ডের ছবি নিয়ে সন্তুষ্ট না। বিশেষ করে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে যারা ভোটার হয়েছে তাদের ভোটার আইডি কার্ডের ছবি এতটাই অসুন্দর হয়েছে যা বলার না। যদিও ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম খুব সহজ। তবুও সেটিকে ঝামেলা মনে করে ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন অনেকেই করে না। তাছাড়া ভোটার আইডি কার্ডের ছবি যত অসুন্দরই হোক না কেন তাতে কোন কাজ আটকে থাকে না। অপরদিকে ভোটার আইডি কার্ডে নাম ভুল হলে ভোটার আইডি কার্ড সংশোধন না করা পর্যন্ত সেটি ব্যবহার করা যায় না।
যে কারণে ভোটার আইডি কার্ডের ছবি অসুন্দর হয়:-
যারা ২০০৭ থেকে ২০০৯ সালের দিকে ভোটার হয়েছিলো তাদের ভোটার আইডি কার্ডের ছবি অসুন্দর হওয়ার পেছনে সব থেকে বড় কারণ ছিলো লো-কোয়ালিটির ওয়েব ক্যামেরার ব্যবহার। দ্বিতীয় কারণ পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা না থাকা এবং তৃতীয় কারণ ছবি গ্রহণকারীর অদক্ষতা।
ভোটার তালিকা হালনাগাদের সময় গণহারে নতুন ভোটার নিবন্ধন করা হয়। দীর্ঘক্ষণ রোদ গরমে লাইনে দাড়িয়ে থাকার কারণে চেহারা অনেকটা মলিন হয়ে পড়ে। নতুন ভোটারের চাপ থাকার কারনে দ্রুত কাজ শেষ করার জন্য ভোটারে ছবি তোলার সময় পর্যাপ্ত সময় ব্যয় করা যায় না। বিধায় ভোটার আইডি কার্ডের ছবি অসুন্দর হয়।
তাছাড়া কিছু কিছু পোশাক পরিধান করার কারেণও ভোটার আইডি কার্ডের ছবি অসুন্দর হয়। ছেলেদের ক্ষেত্রে টি শার্ট পরে নতুন ভোটারের ছবিত তুলতে যাওয়া উচিত নয়। সাদা রং এর পোশাক ব্যতীত অন্য যে কোন রং এর শার্ট পরা উচিত। অনেক মেয়ে মানুষ আছে যারা বাড়ির বাহিরে যেতে হলে বোরখা/হিজাব পরিধান করে বের হন। নতুন ভোটার আইডি কার্ড করার জন্য ছবি তোলার সময় ভোটারের দুই কান, চুলের গোড়া ও গলা পর্যন্ত দেখা যাওয়া বাঞ্ছনীয়। তাই বাধ্য হয়েই হিজাব খোলার প্রয়োজন হয়। কিন্ত হিজাব সম্পূর্ণ খোলা সবার পক্ষে সম্ভব হয় না। তারা হিজাবকে টেনে মাথার চুল ও দুই কান বের করেন। এতে করে ভোটারের প্রকৃত চেহারা অনুযায়ী ছবি আসে না। মেয়েদের হিজাব পরিধান করা অবশ্যই উচিত। তবে নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলতে যাওয়ার সময় সাথে একটি ওরনা জাতীয় কাপড় নিয়ে যাওয়া ভালো। প্রয়োজনের সময় হিজাব খুলে ওরনা দিয়ে মাথায় ঘোমটা দিলে অবশ্যই ভালো ছবি হয়।
যে কারণে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করবেন:-
যাদের ভোটার আইডি কার্ডের ছবি অসুন্দর হয়েছে তাদের উচিত এমনিতেই ছবিটি পরিবর্তন করে নেয়া। তাছাড়া মানুষের চেহারা এবং শারীরিক অবস্থা সারা জীবন একই রকম থাকে না পরিবর্তন হয়। যারা ২০০৭-০৮ সালে ভোটার হয়েছিলেন তাদের তখনকার চেহারা/শারীররিক আবস্থা আর এখনকার চেহার/শারীরিক অবস্থার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। তাই আপনি যখন বুঝবেন আপনার চেহারা পূর্বের তুলনায় পরিবর্তন হয়েছে তখন আবেদন করে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করে নেয়া ভালো।
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তনের আবেদন পদ্ধতি:-
অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তনের আবেদন করা যায় না। ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ২ নং সংশোধনী ফরম পূরণ করে আবেদন দাখিল করতে হবে। ভোটার আইডি কার্ড সংশোধন ফরম অফিস থেকে সরবরাহ করা হয়। আবেদন দাখিল করার পূর্বে ভোটার আইডি কার্ড সংশোধন ফি হিসাব করে বিকাশ/রকেট এর মাধ্যমে পরিশোধ করতে হবে। সংশোধনী ফরমের উপর ফি পরিশোধের ট্রান্সজেকশন নম্বরটি লিখে দিতে পারেন অথবা ফি জমার রশিদ আবেদনের সাথে জমা দিতে পারেন।
ভোটার আইডি কার্ড সংশোধন ফরম পূরণ করার নিয়ম:-
অফিস থেকে বা অনলাইন থেকে ভোটার আইডি কার্ড সংশোধন ফরম -২ সংগ্রহ করে নিচের নমুনা ছবির মত হুবহু পূরণ করতে হবে।

সংশোধনী ফরম- ২ এর ১ নং ক্রমিকের ক) তে আবেদনকারীর নাম লিখতে হবে বাংলায়। ১ নং ক্রমিকের খ) তে আবেদনকারীর এনআইডি কার্ডের নম্বর/ভোটার আইডি কার্ডের নম্বর লিখতে হবে। ২ নং ক্রমিকে কিছু লেখা লাগবে না। ৩ নং ক্রমিকের ঝ) রো এর তৃতীয় কলাম চাহিত সংশোধিত তথ্য এর এখানে ছবি পরিবর্তন লিখতে হবে। সর্বশেষ আবেদনকারীর স্বাক্ষর, পূর্ণ নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখতে হবে।
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:-
❖❖ এনআইডি কার্ড/ভোটার আইডি কার্ডের কপি: আবেদনের সাথে অবশ্যই আবেদনকারীর এনআইডি কার্ড/ভোটার আইডি কার্ডের কপি জমা দিতে হবে।
❖❖ জন্ম নিবন্ধন সনদ: আবেদনের সাথে আবেদনকারীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ জমা দেয়া যেতে পারে। যদিও এটি বাধ্যতামূলক ডকুমেন্ট নয় তবুও জন্ম নিবন্ধন সনদ জমা দেয়া ভালো।
❖❖ শিক্ষাগত যোগ্যতার সনদ: আবেদনকারীর যদি এসএসসি সনদ থাকে তাহলে আবেদনের সাথে জমা দিতে পারেন। যদি শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকে তাহলে জমা দেয়ার দরকার নেই। কারণ ভোটার আইডি কার্ড এর ছবি পরিবর্তনের জন্য এটি বাধ্যতামূলন ডকুমেন্ট নয়।
❖❖ ছবি পরিতর্বনের প্রত্যয়ন পত্র: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলরের নিকট থেকে ভোটার আইডি কার্ডের ছবি পরির্তনের প্রত্যয়ন পত্র সংগ্রহ করে আবেদনের সাথে জমা দেবেন।
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তনের আবেদন দাখিল করার সময় আবেদনকারীরকে স্ব-শরীরে উপজেলা নির্বাচন অফিসারের সামনে উপস্থিত থাকতে হবে। তিনি আপনাকে সনাক্ত করার পর প্রাথমিকভাবে আপনার আবেদন অনুমোদন দেবেন এবং অফিসের স্টাফগণ আপনার নতুন ছবি তুলে নেবেন।
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তনের আবেদন দাখিল করার পর আবেদনের কার্যক্রম শুরু হয়। আপনার আবেদনটি উর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে পুরাতন ছবি বদলে এনআইডি সার্ভারে নতুন ছবি সংযুক্ত হয়ে যাবে এবং একটি নতুন এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে চলে আসবে। এক্ষেত্রে মোবাইলে ম্যাসেজ নাও আসতে পারে। আবেদনের বর্তমান অবস্থা কি আছে অথবা ছবি সংশোধন হয়েছে কি না সে বিষয়ে খোজ নিতে আপনাকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে খোজ নিতে হবে। ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তনের আবেদন নিষ্পত্তি হতে প্রায় ১-২ সপ্তাহ সময় লাগতে পারে। তবে কখনো কখনো সময় আরো কম বা বেশি লাগতে পারে।
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো। লেখাটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো। ধন্যবাদ....।
ভোটার আইডিতে নাম ভুল (পরেশ)এটা একটা সমস্যা। মায়ের আইডিতে আছে(পারেশা) আমার সার্টিফিকেট নাম আছে (পরেশা) মিল নায়।তার জন্যে আমি জন্ম সনদ দিয়ে আইডি সংশোধন করতে চাচ্ছি এতে কি সমস্যা হবে
উত্তরমুছুনশুধু জন্ম সনদ দিয়ে আবেদন করলে হবে না। আপনার এসএসসি সনদ, জন্ম সনদ, পিতা ও মাতার এনআইডি কার্ডের কপি দিয়ে আবেদন করতে হবে।
মুছুনছবি সংশোধনের জন্য চেয়ারম্যান এর কাছ থেকে যে প্রত্যয়ন নিতে হবে সেই প্রত্যয়ন এর নমুনা কেমন হবে জানালে উপকৃত হবো
উত্তরমুছুনচেয়ারম্যানের প্রত্যয়ন কেমন হবে সেটি চেয়ারম্যান অবশ্যই জানে। তবে প্রত্যয়নের মধ্যে উল্লেখ থাকবে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি অস্পষ্ট বা অসুন্দর হওয়ার কারণে তা পরিবর্তণ করা প্রয়োজন বিধায় তার এনআইডি কার্ড ছবিটি পরিবর্তনের জন্য প্রত্যয়ন করা গেলো। বাকি কথাগুলো তার মত করে তিনি অবশ্যই প্রত্যয়নের মধ্যে উল্লেখ করে দেবেন এ বিষয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই।
মুছুনআইডি কার্ডের ছবি পরিবর্তন এর মেয়াদ কতদিন পর্যন্ত? আমি নতুন ভোটার। আমার ছবি কতদিন এর মধ্যে পরিবর্তন এর সুযোগ আছে??
উত্তরমুছুনভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার কোন মেয়াদ নেই। আপনি যখন খুশি উল্লেখিত উপায় সংশোধনের আবেদন করে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন।
মুছুনআমার ছোন ভাইর নতুন NID করতে চাই, ওর জন্ম নিবন্ধন ও স্কুল সার্টিফিকেট এ বাবার নাম দেওয়া আছে মো: আলিম হাওলাদার ও মার নাম দেওয়া জেসমিন বেগম, কিন্তু বাবার NID তে নাম দেওয়া মো: আব্দুল আলিম হাওলাদার, আর মার NID তে নাম দেওয়া হলো মোসা: জেছমীন আক্তার, এখন নতুন ভোটার করতে গেলে কি কোন সমেস্যা হবে ।
উত্তরমুছুনজন্ম নিবন্ধন ও স্কুল সার্টিফিকেট অনুসারে ভোটার করাতে চাই
ছোট ভাইকে নতুন ভোটার করার আগে উচিত কাজ হবে পিতা মাতার এনআইডি কার্ডের নাম অনুযায়ী তার জন্ম নিবন্ধন সনদ ও সার্টিফিকেট সংশোধন করে নেয়া। তাহলে ভবিষ্যতে আর কোন সমস্যা সামনে আসবে না। কিন্ত এগুলো সংশোধন না করে যদি সে নতুন ভোটার হয় তাহলে চাকরির সময় সার্টিফিকেটের নামের সাথে পিতা-মাতার নামের ভিন্নতা থাকার কারণে সমস্যা হবে।
মুছুনআমি যদি আমার তোলা কোনো ছবি দেই হবে না? নাকি ওনাদের থেকেই তুলে নিতে হবে যতবার ওনারা তুলবে ছবি জঘন্যই হবে
উত্তরমুছুনছবি দিয়ে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করা যাবে না। সরাসরি উপস্থিত থেকে ছবি তুলতে হবে। তাদেরকে বলবেন একটু ভালো করে ছবিটা তুলে দিতে। বর্তমানে এনআইডি কার্ডের ছবি মোটামুটি ভালোই হয়।
মুছুনভাইয়া,ছবি পরিবর্তনের সাথে সাক্ষর ও পরিবর্তন করা যায় কি?
উত্তরমুছুননাকি সাক্ষর পরিবর্তন করতে আবার অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হয়?
আশা করি এটার উত্তর টা দিবেন
ছবির সাথে স্বাক্ষরও পরিবর্তণ করা যায়, নিয়মও একই। স্বাক্ষরের জন্য কোন আলাদা নিয়ম নেই। ২ নং সংশোধনী ফরমে ছবি পরিবর্তনের সাথে সাথে স্বাক্ষর পরিবর্তনের বিষয় উল্লেখ করে দিলেই হবে।
মুছুনপরিবর্তনের ক্ষেত্রে তারা ছবি উঠাবে?আমি আমার পুরনো তোলা ছবি দিয়ে পরিবর্তন করতে পারবো না?
উত্তরমুছুনঅফিস থেকে ছবি তুলে নেবে, আপনার দেয়া ছবিতে কাজ হবে না।
মুছুনজনাব আমি দুইটা আবেদন করেছি কিন্তু একটা আবেদনে আমার মায়ের আইডি কার্ডের নাম্বারটা উঠে নাই অন্য একটা আবেদনে আমার জন্মস্থান আমি বাংলাদেশে দিয়েছি আমার নিজের জেলা না দিয়ে এই ক্ষেত্রে আমি এই দুইটা পর্যন্ত কোনটা দিতে পারি অথবা যদি থেকে একটি কিভাবে মানে ভুল কিভাবে সংশোধন করতে পারি
উত্তরমুছুনআপনি যে কোন একটি আবেদন জমা দিতে পারেন। আবেদন জমা দেয়ার সময় অফিস স্টাফদের কে বলে দেবেন যাতে তারা আপনার ভুলটি সংশোধন করে দেয়।
মুছুনআবেদনে আবেদনকারীর স্বাক্ষর ছাড়া আবেদন করা যাবে না।
আমি পর্দা করি, বর্তমান স্মার্টকার্ডে যে ছবিটি আছে তাতে আমি সন্তুষ্ট নয়,আমার পর্দা লঙ্ঘন হয়, এক্ষেত্রে খাস্ পর্দানশীল মহিলাদের জণ্য কি আলাদা ছবি তোরার কোন ব্যবস্থা আছে ??
উত্তরমুছুন?
সর্বোচ্চ হিজাব পরে ছবি তোলা যাবে। তাছাড়া পুরো ফেস ঢেকে ছবি তোলার কোন নিয়ম নেই। কারণ এনআইডি কার্ডের ছবিতে ব্যক্তির দুই কান, কপালের উপরে চুলের গোড়া এবং থুতনি সম্পূর্ণভাবে দেখা যেতে হবে।
মুছুনআমি জানুয়ারি ১৪ তারিখ এ ছবি।। ও ফিঙ্গার এর চাপ দিয়ে আসছি।। এখনো অনলাইনে কার্ড পেলাম না।। আমার সাথে যারা করছে সবাই পাইছে। আমি ১০৫ এ ফোন দিয়েছি।। বাট ওরা কিছু বলতে পারে না।। নির্বাচন অফিসে গেলে কথা বলে না। সবাই বোবা সাজে।
উত্তরমুছুননতুন ভোটার হওয়ার পর এনআইডি কার্ড পেতে তো এত দেরি হওয়ার কথা না। যেহেতু আপনার সাথে হওয়া ব্যক্তিরা এনআইডি নম্বর ও Nid Card পেয়েছে আপনার টা আসেনি, সেহুতু আপনার আবেদনে কোন না কোন ঝামেলা হতে পারে। আপনার ডাটা মেইন সার্ভারে আপলোড করা হয়েছে কিনা সে বিষয়ে খোজ নিতে হবে। যারা বোবা সাজে কথা বলতে চায় না আপনি তাদের কাছে যাবেন না। আপনি সরাসরি উপজেলা নির্বাচন অফিসারের রুমে চলে যাবেন। স্যারকে সালাম দিয়ে তাকে বিস্তারিত বলবেন যে,আপনি ১৪ জানুয়ারীতে ভোটার হয়েছেন কিন্ত Nid Number বা Nid Card কিছুই পাননি। আপনার আবদনে কোন সমস্যা হয়েছে কিনা সে বিষয়ে জানাতে অনুরোধ করেন। আশা করি তিনি আপনাকে সাহায্য করবেন।
মুছুনজনাব মাথায় টুপি দিয়ে ছবি তোলা যাবে কি
উত্তরমুছুনছবি তোলার সময় মাথায় টুপি দেয়ার নিয়ম নেই। তারপরও যদিই আপনি টুপি রাখতে চান তাহলে অফিস কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে টুপি রাখতে পারেন।
মুছুনআমার ফটো ক্লিয়ার আছে কিন্তু ফেইস বাকা হয়েছে এবং ছবি ভাল হয়নি এবং আগের। অবস্থায় চেঞ্জ করে দিবে?
উত্তরমুছুনহ্যা অবশ্যই করে দেবে। আপনি উল্লেখিত উপায়ে আবেদন করতে পারেন।
মুছুন