Nid সংশোধন আবেদন বাতিল করার নিয়ম কি?
Nid Card সংশোধনের আবেদন করার পরে যদি মনে হয় আপনার Nid Card সংশোধন করা লাগবে না। তাহলে কি করবেন? অবশ্যই Nid সংশোধন আবেদন বাতিল করতে হবে। কিন্ত কিভাবে করবেন Nid সংশোধনের আবেদন বাতিল? আপনি তো যাবতীয় কাগজপত্র দিয়ে আবেদন সাবমিট করে ফেলেছেন এবং আপনার আবেদনের কার্যক্রম গ্রহণের ম্যাসেজও এসে গেছে। হ্যা, অনেকেই এমন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন। তবে এতে খুব বেশি চিন্তার কারণ নেই। আপনি চাইলে খুব সহজেই আপনার Nid সংশোধন আবেদন বাতিল করতে পারবেন। পড়তে থাকুন সঠিক তথ্য জানতে পারবেন।
যে কোন কারনেই হোক Nid Card সংশোধনের আবেদন করার পর দেখা যায় এনআইডি সংশোধন না করলেও হবে। শুধু শুধু Nid Card সংশোধনের জন্য আবেদন করা হয়ে গেছে। এরুপ পরিস্থিতিতে অনেকেই হতাশায় পড়ে যায় এই ভেবে যে, আবেদন অনুমোদন হয়ে গেলে তো আরো এক ঝামেলা সৃষ্টি হয়ে যাবে।
তখন হয়তো আপনি নির্বাচন অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে অবশ্যই আপনাকে পরামর্শ দেয়া হয়। কিন্ত সেই পরামর্শ পেয়ে আরো এক চিন্তায় পড়ে যান। কারণ সেখান থেকে বলা হয় আপনি একটা আবেদন করেন আমরা আপনার Nid সংশোধন আবেদন বাতিল করে দেবো। কিন্ত আপনি কি আবেদন করবেন কিভাবে করবেন সে বিষয়ে হয়তো ভালো করে বুঝে উঠতে পারেন না। আপনি যদি এমন সমস্যায় পড়ে থাকেন এবং এই লেখাটি পড়তে থাকেন তাহলে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন ফরমটি ডাউনলোড করতে পারবেন।
Nid সংশোধন আবেদন বাতিল করার জন্য করণীয়:-
Nid সংশোধন আবেদন বাতিল করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি আবেদন করতে হবে। আবেদনে উল্লেখ থাকবে আপনি আপনার Nid Card সংশোধনের আবেদন করেছেন এবং সেটি চলমান রয়েছে। কিন্ত বর্তমানে আপনি আপনার Nid Card এর তথ্য সংশোধন করতে ইচ্ছুক নন। তাই Nid সংশোধন আবেদনটি বাতিল করার জন্য মহোদয়ের নিকট আবেদন করবেন।
আপনি একটি A4 সাইজের সাদা কাগজে হাতে লিখে অথবা কম্পিউটারে টাইপ করে অথবা নিচে দেয়া ডাউনলোড লিংক থেকে ফরমটি ডাউনলোড করে পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদনের একটি নমুনা নিম্নে দেয়া হলো।
মহোদয়,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ মোশারফ করিম, পিতা: মোঃ শহিদ করিম, গ্রাম/মহল্লা: তেতুলবাড়ী, ডাকঘার: কালিগঞ্জ, উপজেলা: কালিগঞ্জ, জেলা: ঝিনাইদহ। আমি বিগত ২৫/০৪/২০২২ ইং তারিখে অনলাইনের মাধ্যমে আমার এনআইডি কার্ড সংশোধনের আবেদন করেছি যার রেজিস্ট্রেশন নম্বর/এনআইডি নম্বর- ১২৩৪৫৬৭৮৯০। আমার আবেদনটি এখনো অনুমোদন হয়নি পেন্ডিং রয়েছে। এমতাবস্থায় আমি আমার Nid Card সংশোধনের আবেদনটি বাতিল করতে ইচ্ছুক। যে সমস্যার কারণে আমি আমার এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য আবেদন করেছিলাম সে সমস্যা সমাধান হয়ে গেছে বিধায় আমার এনআইডি কার্ড সংশোধনের আবেদনটি বাতিল করা প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আমার বিনীত প্রার্থনা আমার Nid Card সংশোধনের আবেদনেটি বাতিল করে পুনরায় কার্ডটি ব্যবহারের সুযোগ করে দিতে আপনার সদয় মর্জি হয়।
উপরোক্তভাবে একটি আবেদনপত্র লিখে উপজেলা নির্বাচন অফিসারের কাছে জমা দিলে তিনি আপনার Nid সংশোধনের আবেদনটি বাতিল করে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
Nid সংশোধন আবেদন বাতিল করার জন্য আবেদনকারী নিজে উপস্থিত হয়ে আবেদন দাখিল করতে হবে। এক্ষেত্রে অন্য কেউ গিয়ে আবেদন করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনার আবেদন গ্রহণ নাও করতে পারেন।
Nid সংশোধন আবেদন বাতিল করার বিষয়ে যদি কারো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো। লেখাটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য অনুরোধ রইলো। ধন্যবাদ...!
আসসালামুআলাইকম। এ ক্ষেত্রে সংশোধনের জন্য জমা দেয়া ফি কি ফেরত পাওয়া যাবে? ফি অনলাইনে জমা দিয়েছি, রিসিট আছে। সেই রিসিট কি পরবর্তীতে আবার ব্যবহার করা যাবে? জানাবেন।
উত্তরমুছুননা, একবার ফি জমা দিলে সেটা আর ফেরত পাওয়া যাবে না। ফি জমা দিয়ে একবার সংশোধনের আবেদন কর হয়ে গেলে এবং পরবর্তীতে আবার আবেদন করার ক্ষেত্রে ওই ফি গ্রহণযোগ্য হবে না। পুনরায় ফি জমা দিয়ে আবেদন করতে হবে।
মুছুনআমি বিকাশে ফি জমা দিয়ে আমার বৈবাহিক অবস্থার তথ্য সংশোধন এর জন্য অনলাইনে আবেদন করেছি। কিন্তু অফিসে গিয়ে এখনও প্রিন্ট কপি ও মানি রিসিট জমা দেই নি। এমতাবস্থায় যদি এই আবেদন বাতিল করতে চাই তাহলেও কি উপরের নিয়মে আবেদন করতে হবে? আর যদি বাতিলের আবেদন করি তাহলে কি জমা দেয়া টাকার রিসিট টা আমি পরবর্তীতে পুনরায় ব্যবহার করতে পারবো?
উত্তরমুছুনঅনলাইনে সংশোধনের আবেদন করলে আবেদনের প্রিন্ট কপি ও ফি জমার রশিদ অফিসে জমা দেয়া লাগে না। এখন আপনি যদি সংশোধনের আবেদন বাতিল করতে চান তাহলে উপরোক্ত পদ্ধতিতে নির্বাচন অফিসার বরাবর একটি আবেদন করুন। আবেদন বাতিল করানোর পর জমাকৃত ফি ফেরত পাবেন না এবং পরবর্তীতে ওই ফি কার্যকর হবে না। পুনরায় ফি জমা দিয়ে আবেদন করতে হবে।
মুছুন